দীর্ঘ ১৭ বছর পরে স্মরণ কালের সবচেয়ে বৃহৎ জনসভার আয়োজন করেছে বিএনপি উপজেলা শাখা। গত কয়েকদিন ধরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির জনসভার প্রচার প্রচারণা চালিয়েছে নেতাকর্মীরা। শহরের প্রধান প্রধান সড়ক ও জনসভাস্থলে বিএনপি উপজেলা শাখার নেতৃবৃন্দ ব্যানার ফ্যাস্টুন টানিয়েছে। সকাল থেকেই জনসভা স্থলে আসতে শুরু করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পটুয়াখালীর গলাচিপায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দীর্ঘ বছর পরে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিকাল তিনটায় উপজেলার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন। এছাড়া, সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান, সভা পরিচালনা করেন উপজেলা বিএনপি শাখার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস হাওলাদার। আরও উপস্থিতি ছিলেন জেলা, উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
জনসভায় প্রধান অতিথি হাসান মামুন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী নির্বাচন পর্যন্ত বিজয়ের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবে। ত্যাগ স্বীকারের প্রত্যেকটি কর্মী ঔক্যবদ্ধ থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে প্রতিনিধি এ আসনে মনোনয়ন পাবে আমরা তাকে নিয়ে বিজয়ী করবো ইনশাল্লাহ।