গ্রুপ পর্বের দেখায় ভারতের কাছে ১-০ গোলে হেরে ছিল বাংলাদেশ। এ ছাড়া গত ২৮ আগস্ট এই ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ছিল লাল-সবুজরা। এবার এমন কিছু করার কথা জানিয়ে ছিলেন বাংলাদেশ কোচ। তবে অপরাজিত থাকা ভারতের রক্ষণে কোনো ভীতি ছড়াতে পারেনি বাংলাদেশের কিশোররা।
ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে সোমবার (৩০ সেপ্টেম্বর) ম্যাচের প্রায় ৬০ মিনিট পর্যন্ত নিজেদের রক্ষণ দৃঢ় রাখে বাংলাদেশ। অবশেষে চিড় ধরে সেই দৃঢ়তায়। পিছিয়ে পড়ার পর প্রতি-আক্রমণনির্ভর ফুটবল খেলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা।
শেষদিকে আরও এক গোল হজম করে বাংলাদেশ। ফলে ভারতের কাছে ২-০ গোলের হারে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো সাইফুল বারী টিটুর দলকে।