চট্টগ্রামের সাগরপাড়ে ডাকাতির প্রস্তুতিকালে চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, এক রাউন্ড গুলিসহ ছুরি-চাপাতি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড (চট্টগ্রাম) দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. সিয়াম উল হক বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর পতেঙ্গা চরপাড়া সাগরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সদস্যরা কুখ্যাত জলদস্যু গ্রুপ রাশেদ-গিয়াস দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে কোস্ট গার্ড।
গ্রেপ্তারকৃতরা হলো- তৌহিদুল ইসলাম আকাশ (২২), মো. মনির উদ্দিন (২৩), মো. রুবেল (৩২), মো. ফারুক (২২), মো. সোহেল (২৫), মো. জাহিদ (২৫)। তারা সবাই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা দোভাষী বাজার এলাকার বাসিন্দা বলে জানা যায়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে ডাকাতি উদ্দেশ্যে রাতে পতেঙ্গার চরপাড়া ঘাট এলাকায় অস্থান করছে একটি ডাকাত দল। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২টি অগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। দীর্ঘ দিন ধরে এই দলটি লাইটারেজ জাহাজ ও বিভিন্ন ফিশিং ট্রলারে ডাকাতি করে আসছিল।