বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আশুলিয়ায় রবিউসসানি শিপু নামের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ মাহবুব আরা বেগম গিনিকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক মজিবর রহমান ভূঁইয়া এ রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালত এ রিমান্ড আদেশ দেন।
বেলা ১১টার দিকে গিনিকে সিজেএম আদালতের হাজতখানায় রাখা হয় পরে বিকেল ৩টায় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলন, গিনি হলেন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমপি। তিনি ছিলেন শেখ হাসিনার কাজের মেয়ে, তাকে বানিয়েছেন এমপি! হাজার হাজার কোটি টাকার লুট করেছে রাতের ভোটে নির্বাচিত এই তথাকথিত এমপি। শেখ হাসিনার আলোচিত ‘গণভবন মিটিং’-এ সরাসরি অংশ নিয়ে গিনি গণহত্যায় সম্পৃক্ত হন।
আসামি পক্ষের আইনজীবী শামীম আল সাইফুল সোহাগ বলেন, আসামির নাম মামলার এজাহারে উল্লেখ নেই। তিনি বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় ছিলেন। তার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে রিমান্ড আবেদন বাতিল করে তাকে জামিন দেওয়া হোক। আদালত উভয়পক্ষের যুক্তিতর্ক শুনে ও মামলার গুণ বিবেচনা করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজহার থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গত ৪ আগস্ট বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে শিক্ষার্থী রবিউস সানি শিপু আহত হন। এমনকি চিকিৎসার জন্য তাকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা নিতে দেওয়া হয়নি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা নেন তিনি।
পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন আহত শিপু। এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে মাহবুব আরা বেগম গিনিকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে পুলিশ।