শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১০:০০ অপরাহ্ন

৫ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সুন্দরবন-২৪ ডেস্ক / ২৮ পড়া হয়েছে
আপডেট শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এসব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ শনিবার, ০৫ অক্টোবর ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলি:

১৭৮৯ – ফরাসি বিপ্লবের সূচনা হয়। ১৭৯৬ – ব্রিটেনের বিরুদ্ধে স্পেনের যুদ্ধ ঘোষণা হয়। ১৮৬৪ – ঘূণিঝড়ে কলকাতাও সংলগ্ন অঞ্চলে ১৭ হাজার লোকের মৃত্যু হয়। ১৯১০ – তুরস্কের শাসন থেকে বুলগেরিয়ার স্বাধীনতা ঘোষনা করা হয় এবং প্রথম ফার্দিনান্দ জার নির্বাচিত হন। ১৯১১ – পর্তুগালের রাজা মনোয়েল ক্ষমতাচ্যুত হয়ে পলায়ন করে। ১৯১০ – তুরস্কের শাসন থেকে বুলগেরিয়ার স্বাধীনতা ঘোষণা করে। ১৯১৪ – জার্মান ও ফরাসি বিমানের আক্রমণের মধ্য দিয়ে প্রথম আকাশযুদ্ধ শুরু হয়। ১৯৭৫ – প্রেসিডেন্টের এক অধ্যাদেশ বলে রক্ষীবাহিনীর সকল সদস্য বাংলাদেশ সোনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়। ১৯৮৯ – কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি ফতিমা বিবি ভারত সুপ্রিমকোর্টের প্রথম মহিলা বিচারপতি মনোনীত হন। ১৯৯০ – একীভূত জার্মানির প্রথম সংসদ অধিবেশন হয়। ২০০২ – ডেটন শান্তিচুক্তির পর নিজস্ব তত্ত্বাবধানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৮০৮ – ভিলহেল্ম ভাইৎলিং, তিনি ছিলেন জার্মান কারুশিল্পী এবং উনিশ শতকের বিপ্লবী।

জন্ম:

১৮২৯ – চেস্টার এ. আর্থার, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২১তম রাষ্ট্রপতি। ১৮২৯ – চেস্টার এ. আর্থার, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২১তম রাষ্ট্রপতি। ১৮৬৪ – লুই লুমিয়ের, তিনি ছিলেন ফরাসি পরিচালক ও প্রযোজক। ১৮৭৯ – ফ্রান্সিস পেটন রউস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রোগবিদ্যাবিদ। ১৮৮৭ – মার্টিন লুথার কিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বিচারক। ১৯০২ – ল্যারি ফাইন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক। ১৯৩০ – রেইনহার্ড সেল্টেন, তিনি নোবেল পুরস্কার বিজয়ী জার্মান অর্থনীতিবিদ। ১৯৩৬ – ভায়কল্যাভ হ্যাভেল, তিনি চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি, প্রখ্যাত রাজনীতিবিদ, নাট্য নির্মাতা ও কবি। ১৯৪০ – বব কাউপার, তিনি ছিলেন সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার। ১৯৪৯ – পিটার এক্‌রয়েড, তিনি যুক্তরাজ্যের একজন ঔপন্যাসিক, কবি ও জীবনীকার। ১৯৬৭ – গায় পিয়ার্স, তিনি ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান অভিনেতা ও গায়ক। ১৯৭৫ – কেট এলিজাবেথ উইন্সলেট, তিনি ইংরেজ অভিনেত্রী ও গায়িকা। ১৯৮৩ – মাশরাফি বিন মর্তুজা, তিনি বাংলাদেশি ক্রিকেটার। ১৯৮৭ – নাজমুল হোসেন, তিনি বাংলাদেশি ক্রিকেটার।

মৃত্যু:

১৫৬৫ – লডভিক ফেরারি, তিনি ছিলেন ইতালীয় গণিতবিদ ও অধ্যাপক। ১৮০৫ সাল ব্রিটিশ ভারতের গভর্নর লর্ড কর্নওয়ালিস। ১৯১৮ – রলান্ড গারস, তিনি ছিলেন ফরাসি সৈনিক ও পাইলট। ১৯৭৪ – আবুল হাশিম, তিনি ছিলেন ভারত উপমহাদেশের প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ। ১৯৭৬ – লার্স অনসেজার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান আমেরিকান রসায়নবিদ ও পদার্থবিদ। ১৯৮৪ – মুজিবুর রহমান খাঁ, তিনি ছিলেন সাংবাদিক-সাহিত্যিক। ১৯৮৫ সালে এই দিনে মৃত্যুবরণ আবদুস সাত্তার, তিনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। ২০০৪ – মরিস হিউ ফ্রেডরিক উইলকিন্স, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী নিউজিল্যান্ড ইংরেজ পদার্থবিজ্ঞানী ও জীববিজ্ঞানী। ২০১০ – মেরি লেওনা জামিন, তিনি ছিলেন আমেরিকান মডেল ও অভিনেত্রী। ২০১১ – স্টিভ জবস, তিনি ছিলেন অ্যাপল ইন করপোরেশনের স্থাপক ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

আজকের দিন-তারিখ

  • শুক্রবার
  • ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল)

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123
45678910
11121314151617
18192021222324
252627282930