রেমিট্যান্সযোদ্ধা প্রবাসীদের সহজভাবে দেশে যাতায়াতে টিকিট সেবা, আউটপাস, জব লস ইন্স্যুরেন্স, ভ্রমণ ভিসা এবং পরিবারের সদস্যদের ভ্রমণসহ যাবতীয় সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল কোয়াইনে যাত্রা শুরু করলো বাংলাদেশি প্রতিষ্ঠান মুনির ট্রাভেল এন্ড টুরিজম।
রবিবার (২২ সেপ্টেম্বর ) উম্ম আল কোয়াইন পুরনো লুলু সেন্টারের বিপরীত পাশে ট্রাভেল এজেন্সিটির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্পন্সর স্থানীয় নাগরিক রাশেদ আলী সাইফ। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মোহাম্মদ মনিরুল ইসলাম,কনস্যুলেট তৃতীয় সচিব এমডি নাজমুল হাসান,ব্যবসায়ী আমিরুল ইসলাম চৌধুরী এনাম,সাংবাদিক কয়েস আহমেদ,প্রসাস এর সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, হারুন মিয়া, এডভোকেট মেহেদী হাসান, শেখ রাসেল,মিলন সুমন, আনিস,সায়েফ ইমন সহ বিপুলসংখ্যক প্রবাসী৷
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম বলেন, প্রবাসীরা দেশে যাওয়ার সময় বিমানের টিকেট কাটতে ভিনদেশী প্রতিষ্ঠানের মুখোমুখি হতে হয়। এতে করে অনেক সময় নানা ভোগান্তির শিকার হন । তাই তাদের সমস্যা লাগব করার জন্য আমি এই উদ্যোগ গ্রহণ করেছি।এই সেবা মুলক প্রতিষ্ঠানের উদ্যোগের জন্য উপস্থিত নেতৃবৃন্দ ও বাংলাদেশি প্রবাসীরা এই তরুন বাংলাদেশি উদ্যোক্তাকে ধন্যবাদ জানান।
‘বাংলাদেশি প্রবাসীদের অগ্রাধিকারের ভিত্তিতে সহজ ও সঠিক সেবা দেওয়াই আমাদের উদ্দেশ্য। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই উম্ম আল কোয়াইন এলাকায় সাধারণ শ্রমিক রয়েছেন যারা সহজে সেবা গ্রহণ করতে পারবেন৷’ আরব আমিরাতের আইন-কানুনের প্রতি শ্রদ্ধা রেখে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার কথা বলেন। পাশাপাশি আমিরাতে বন্ধ ভিসার দ্বার উন্মুক্ত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।