কুষ্টিয়ায় মাদকসহ দুই পালাতক আসামি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে।
অদ্য ০৭ নভেম্বর ২০২৪ তারিখ রাত ০১:০০ ঘটিকা হতে দুপুর ১৩:১০ ঘটিকা পর্যন্ত ক্যাপ্টেন মোঃ মেহেদী হসান এর নেতৃত্বে সেনাবাহিনী ও মাদক নিয়ন্ত্রণ সংস্থা (ডিএনসি) কুষ্টিয়া এর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়।
যৌথ অভিযান দল কর্তৃক ০২ জন মাদক ব্যবসায়ীকে (মোঃ সাইদুর রহমান ও মোছাঃ রহিমা বেগম, গ্রামঃ আল্লারদরগা, থানাঃ দৌলতপুর, জেলাঃ কুষ্টিয়া) ৩০২০ পিস টাপেন্টাভল এবং ০৮ টি মোবাইল ফোনসহ (০৫ স্মার্টফোন ও ০৩X বাটন ফোন) আটক করা হয়। পরবর্তীতে তাদেরকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত ০৬ নভেম্বর ২০২৪ তারিখে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন আল্লারদরগা এলাকায় মাদক দ্রব্যের উপস্থিতির তথ্য গোয়েন্দা সূত্রে জানা যায়। পরবর্তীতে উক্ত তথ্যের উপর ভিত্তি করে মাদক দ্রব্য উদ্ধারের উদ্দেশ্যে একটি যৌথ অভিযান পরিকল্পনা গ্রহণ করা হয়।