খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার (২৫ অক্টোবর) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
পরীক্ষায় ৫ হাজার ১৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৭১.৮১ শতাংশ উপস্থিত ছিলেন। পরীক্ষা চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের তিনটি একাডেমিক ভবনের পরীক্ষা কেন্দ্র ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং প্রথমবারের মতো বিভাগীয় শহরে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
পরীক্ষার হল পরিদর্শনকালে উপাচার্যের সাথে নবনিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান, নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় নবনিযুক্ত উপাচার্য পরীক্ষার কাজে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়েছেন।