খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের এলামনাই এসোসিয়েশন (বাকু) এর দুই বছরের জন্য অন্তর্বর্তীকালীন সভাপতি হয়েছেন ‘১১ ব্যাচের শেখ নাজমুল হাসান সজল এবং সাধারণ সম্পাদক ‘১১ ব্যাচের লাবণ্য মণ্ডল।
গত (৯ নভেম্বর) বাংলা ডিসিপ্লিনের এলামনাই এসোসিয়েশন এর কার্যক্রমকে সক্রিয় ও বেগবান করার লক্ষ্যে আগামী দুই বছরের জন্য এই অন্তর্বর্তীকালীন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি পদে জিলহাজু নিওন ও সুফল দাশ এবং যুুুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার কনক ও শাহরিয়ার বাপ্পি, সাংগঠনিক সম্পাদক কিশোর সরকার, দপ্তর সম্পাদক শাহরিয়ার হাসান, কোশাধ্যক্ষ পদে সাহাবীব হাসান সাগর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক তাওসিফ আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রবিউজ্জামান, সাহিত্য গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আহসান কবীর, মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক আবিদ শান্ত, আন্তর্জাতিক যোগাযোগ, প্রচার ও সংযোগ বিষয়ক সম্পাদক আরেফিন হ্যাপী, শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক, মো. আসাদুল হাসান।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে আছেন, নাফিসা তাবাসসুম, সোনিয়া জামান, আমিনুর রহমান, জি এম তরিকুল ইসলাম, মিজানুর রহমান, কাঞ্চনকুমার রায়, অভিজিৎ চক্রবর্তী, ইসতিয়াক সাকিব রাহা, সাইফুল্লাহ মুনছুর, আবদুল আলিম, শাহ মখদুম স্মরণ, রাসেল রায়হান ও অর্ণব।
এই অন্তর্বর্তীকালীন কমিটি সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, সদস্য নিবন্ধন ও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনসহ অন্যান্য কার্যক্রম সম্পূর্ণ করবে। পাশাপাশি সংগঠনের কার্যক্রম পরিচালনার সুবিধার্থে আলোচনার সাপেক্ষে একাধিক পদে সদস্য সংযুক্ত করতে পারবে।