খুলনা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির আয়োজনে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) এর সহযোগিতায় ফিউচার নেশন বিজনেস অ্যান্ড সোশ্যাল ইংলিশ স্কিলস অ্যান্ড ফ্রন্টিয়ার টেকনোলজি স্কিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল ০৪:০০ টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এবং বিশেষ অতিথি ছিলেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ডক্টর নাজমুস সাদাত। এছাড়াও ছিলেন খুবি রিসার্চ সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং ইউএনডিপির প্রতিনিধিরা।
এ সময় উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম বলেন,শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণামুখী কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয় যেমনি এগিয়ে যায়, তেমনি বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের এগিয়ে নেওয়া যায়। বিশ্ববিদ্যালয়কে র্যাঙ্কিংয়ে মর্যাদাপূর্ণ অবস্থানে নিতে গবেষণার দিকে অধিক গুরুত্ব দিতে হবে।তিনি আরো বলেন, আইকিউএসির মাধ্যমে প্রতি ডিসিপ্লিনে ৫ জন করে রিসার্চ এসিস্ট্যান্ট নিয়োগ এবং অ্যাসেসমেন্টের মাধ্যমে বেস্ট রিসার্চারদের বছর ভিত্তিক বৃত্তি প্রদান এর উদ্যোগ গ্রহন করা হবে।
ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড.নাজমুস সাদাত বলেন,"খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি কার্যক্রম প্রশংসার দাবিদার তাদের জন্য অনেক অনেক শুভকামনা। খুলনা ইউনিভার্সিটির রিসার্চ সোসাইটি বিশ্ববিদ্যালয় রাঙ্কিং ও বিশ্ববিদ্যালয় কে এগিয়ে যেতে অবদান রাখবে বলে আশা করি।"
এই প্রোগ্রামটি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন বৈশ্বিক সুযোগ অন্বেষণ করার জন্য একটি ব্যতিক্রমী সুযোগ প্রদান করে থাকে।
এই প্রোগ্রামের উদ্দেশ্য গ্লোবাল স্কলারশিপ এবং বিভিন্ন অনলাইন ফ্রি কোর্স অফার, অনলাইন কোর্স ফি কমানো সহ ব্রিটিশ কাউন্সিল ইংরেজি ভাষার কোর্স অফার এবং শিক্ষার্থীদের বৃত্তি তালিকাভুক্তি প্রক্রিয়ায় সংযুক্ত করা।
খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির সভাপতি ফজলে রাব্বি বলেন,"এক বছরে আমাদের রিসার্চ সোসাইটি ৩০টির বেশি প্রোগ্রাম পরিচালনা করছে। ২৯ টি ক্লাবের ভিতরে সেরা চারটির ভিতর খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি অন্যতম একটি। জনবল বৃদ্ধির জন্য আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি।"
এরপর খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি তাদের ২০২৪- ২০২৫ সালের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা করেন যেখানে সভাপতি মনোনীত হন দেবাশীষ অধিকারী এবং সাধারণ সম্পাদক বিজন রায়।