পটুয়াখালীর গলাচিপায় অবশেষে থানা পুলিশের মধ্যস্থতায় পাওনাদার টাকা ফেরত দিয়েছে দেনাদার। এতে গলাচিপা থানা পুলিশের প্রশংসা করেছেন পাওনাদার মো. শুনু মিয়া (৪৫)। আর পাওনা টাকা ফেরত দিতে পেরে আত্মতুষ্টি ফিরে পেয়েছেন দেনাদার গৌরঙ্গ সাহা (৬৫)।
জানা যায়, যশোর জেলার চৌগাছা থানার দেবীপুর গ্রামের ফল আড়তের মালিক মো. শুনু মিয়ার কাছ থেকে ব্যবসা করার জন্য পটুয়াখালী জেলার গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত. ননী গোপাল সাহার ছেলে গৌরঙ্গ সাহা ফল আনেন।
এতে ফল ব্যবসায়ী গৌরঙ্গ সাহার নিকট আড়ৎদার মো. শুনু মিয়া কয়েক ধাপে ৩৬ হাজার টাকা পাওনা আছে বলে দাবী করেন। যশোরের আড়ৎদার বিষয়টি গলাচিপা থানা পুলিশকে জানালে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুর রহমান এসআই লিমন এর মাধ্যমে গৌরঙ্গ সাহাকে বিষয়টি জানায়। অবশেষে গৌরঙ্গ সাহা আড়ৎদার শুনু মিয়ার টাকা পরিশোধে সম্মত হন।
সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২ টায় গৌরঙ্গ সাহা গলাচিপা থানায় হাজির হয়ে লোকজনের উপস্থিত অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুর রহমান এর মধ্যেমে ৩৬ হাজার টাকা শুনু মিয়াকে পরিশোধ করেন। এ বিষয়ে গৌরঙ্গ সাহা আমি গলাচিপার একজন ফল ব্যবসায়ী। বিভিন্ন সময় আমি যশোর থেকে ফল নিয়ে আসতাম। এতে শুনু মিয়া আমার কাছে ৩৬ হাজার টাকা পাবেন বলে দাবী করেন। আমি বিভিন্ন সমস্যার কারণে যশোর গিয়ে সময়মত টাকাটা দিতে পারি নাই। শুনু মিয়া গলাচিপায় আসলে আমি লোকজনের উপস্থিতিতে ওসি স্যার, থানা পুলিশের মাধ্যমে শুনু মিয়া দাবী অনুযায়ী ৩৬ হাজার টাকা পরিশোধ করে দিয়েছি।
দেনা মুক্ত হওয়া আমার এখন স্বস্তি লাগছে। আমার উচিৎ ছিল যশোর গিয়ে টাকা দিয়ে আসা। কিন্তু সাংসারিক সমস্যার করণে গলাচিপায় বসে দিয়েছি। এ বিষয়ে ফল আড়ৎদার মো. শুনু মিয়া বলেন, ফল কেনা বেচায় গলাচিপার গৌরঙ্গ সাহার কাছে ৩৬ হাজার টাকা পাওনা থাকে। আমি গলাচিপায় আসলে গৌরঙ্গ সাহা থানায় বসে আমার সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিয়েছেন। এতে আমি খুশি। আসলেই গৌরঙ্গ সাহা একজন ভাল মনের মানুষ এবং সৎ ব্যবসায়ী।
এ বিষয়ে বিএনপি নেতা আশিষ সাহা, মিজানুর রহমান, মিরন প্যাদা, ব্যবসায়ী নির্জন সাহা, পলাশ সাহা এরা বলেন, যশোরের আড়ৎদার শুনু মিয়া গলাচিপা পৌরসভার গৌরঙ্গ সাহার নিকট ৩৬ হাজার টাকা পান বলে দাবী করেন। বিষয়টি স্বীকার করে গৌরঙ্গ সাহা আমাদের উপস্থিতিতে গলাচিপা থানায় বসে উক্ত ৩৬ হাজার টাকা পরিশোধ করে দিয়েছেন। এ বিষয়ে এসআই লিমন বলেন, শুনু মিয়া ফল ব্যবসায়ী গৌরঙ্গ সাহার নিকট ৩৬ হাজার টাকা পাবেন বলে অভিযোগ করেন।
তার অভিযোগের ভিত্তিতে গৌরঙ্গ সাহাকে বিষয়টি জানালে গৌরঙ্গ সাহা থানায় উপস্থিত হয়ে ৩৬ হাজার টাকা পরিশোধ করে দিয়েছেন।
গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুর রহমান বলেন, শুনু মিয়ার অভিযোগের ভিত্তিতে গৌরঙ্গ সাহাকে থানায় ডাকলে গৌরঙ্গ সাহা পাওনা টাকার বিষয়টি স্বীকার করে শুনু মিয়ার ৩৬ হাজার টাকা পরিশোধ করে দিয়েছেন।