দীর্ঘদিন ধরে মঠবাড়িয়া এবং শরনখোলা উপজেলার সেতুবন্ধন ফেরি চলাচল বন্ধ রয়েছে। তাহাতে দুটি উপজেলার জনসাধারণ জনদুর্ভোগের শিকার দুই পাড়ের অ্যাপ্রোচ রোড কমপ্লিট কিন্তু বেইলি ব্রিজের কাজ অসমাপ্ত।
পিরোজপুর এবং বাগাহাটের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীদের সাথে কথা বলে জানা গেছে শীঘ্রই দুই পাড়ের বেইলি ব্রিজের কাজ সম্পন্ন করে ফেরি চলাচল শুরু করা হবে এবং জনগণের ভোগান্তি অচিরেই শেষ হবে।
সেটি সময়ের অপেক্ষা মাত্র দ্রুত গতিতে কাজ চলছে বিষয়টি নিশ্চিত করেছেন শরণখোলা উপজেলা ৩ নং রায়েন্দা ইউনিয়নের ইউনিয়ন ডেপুটি টিম লিডার (সিপিপি) জনাব, ওহিদুজ্জামান (ডালিম) তিনি আমাদেরকে জানিয়েছেন দু একদিনের মধ্যেই বেইলী ব্রিজের কাজ শেষ হবে এবং ফেরি কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে তাহাদের ফেরি চলাচল নিয়মিত শুরু করবেন।