বন্দর নগরী চট্টগ্রামের প্রবেশমুখখ্যাত এ কে খান মোড়ে জননী ডিপার্টমেন্টাল ষ্টোরে গত ১৬ অক্টোবর রাত ১১ টায় কতিপয় সুবিধাভোগী চাঁদবাজরা ব্যবসায়ীকে মারধর করে ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ ও আশপাশের প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে এর প্রমাণ মিলেছে।
বুধবার রাত ১১ টার দিকে নগরীর এ.কে.খান মোড়ের হাজী ইদ্রিস আলী মার্কেটের জননী ডিপার্টমেন্টাল ষ্টোরে সুবিধাভোগী জনৈক আনোয়ার ও গুরাইয়্যার নেতৃত্বে চিহ্নিত কতিপয় সন্ত্রাসীরা চাঁদা না দিলে ব্যবসা করতে দেবে না মর্মে প্রাণনাশের হুমকিও দেয়। চাঁদা দিতে অপারগতা জানালে স্থানীয় সন্ত্রাসী-চাঁদাবাজ সিন্ডিকেটের আনোয়ার, গুরাইয়্যা, ইমন, ফোরকান, হান্নান, সাদ্দাম, ইউনুস, সেলিমসহ কয়েকজন ব্যবসা প্রতিষ্ঠানটিতে অর্তকিত হামলা করে ব্যবসায়ী মিজানকে মারধোর করে জোরপূর্বক ২ লাখ টাকা ছিনিয়ে নেয়।
নিরাপত্তা নিয়ে শংকিত ব্যবসায়ীরা জানান, বিগত সরকারের পতন পরবর্তী ভোল পাল্টে একই চাঁদাবাজ চক্রটি বিএনপির পরিচয় দিয়ে এলাকায় তাদের সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত রেখেছে। বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ফলে এই কি তার প্রতিদান উল্লেখ করে এ.কে. খান মোড়ের ব্যবসায়ীরা প্রশাসনের কাছে তাদের নিরাপত্তাসহ সন্ত্রাসী চাঁদাবাজদের অবিলম্বে গ্রেফতার করে টাকা উদ্ধারের দাবী জানিয়েছেন। এসব সুবিধাভোগী চিহ্নিত সন্ত্রাসীদের এখনি নির্মূল না করলে পরিস্থিতির আরো জঠিল আকার ধারণ করবে।
এদিকে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে দুর্ধর্ষ ছিনতায়ের বিষয়টি জানালে এস.আই শাহনেওয়াজের নেতৃত্বে পাহাড়তলী থানার একটি তদন্ত টিম ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছিনতাইয়ের ২ দিন পেরিয়ে গেলেও টাকা উদ্ধার কিংবা কোন সন্ত্রাসীকে গ্রেফতার হয়নি মর্মে জানিয়েছেন উক্ত মার্কেটের ব্যবসায়ীরা।