ঢাকামঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরো
  7. ইসলাম ও ধর্ম
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খুলনা-বিভাগ
  11. খেলাধুলা
  12. চট্রগ্রাম-বিভাগ
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঢাকা-বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে আহছানিয়া মিশনের উদ্যোগে এইডস সচেতনতামূলক এডভোকেসি সভা

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি-
এপ্রিল ২৯, ২০২৫ ১২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে ঢাকা আহছানিয়া মিশন হালিশহর (ডিআইসি) এর উদ্যোগে মরণব্যাধি এইডসের সংক্রমণ (এইচআইভি) রুখতে ও সহিংসতা হ্রাস সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে স্থানীয় পর্যায়ের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

আজ ২৮ এপ্রিল (সোমবার ) চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ জেলা পরিবার পরিকল্পনা অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক বেগম শাহনেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক আবু সালেহ মোঃফোরকান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ডবলমুরিং থানার অফিসার ইনচার্জের মুখপাত্র সাব ইনফেক্টর সহিদুল ইসলাম।

এতে স্বপ্ন নারী উন্নয়ন সংঘের সভানেত্রী, বিজিসি ট্রাষ্ট ইউনিভার্সিটি, ইউএসটিসি, সরকারী সিটি কলেজ ও মহসিন কলেজের ছাত্র প্রতিনিধি, সাংবাদিক ও জেলা পরিবার পরিকল্পনা অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও অংশগ্রহন করেন।
সভার শুরুতে উপ-পরিচালক বেগম সাহনেওয়াজ শুভেচ্ছা বক্তব্যে প্রদান করেন। পরবর্তীতে ঢাকা আহছানিয়া মিশনের ডিআইসি ম্যানেজার হাফিজ আহমেদ এইচ আইভি বাংলাদেশের বর্তমান অবস্থা ও ঢাকা আহছানিয়া মিশনের জিসি-৭ এর কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন। পরবর্তীতে এ প্রেজিন্টেশনের উপর কিভাবে এইচ আইভি প্রতিরোধ করা যায়,কোথায় পরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হয়, ঝুকিপূর্ন জনগোষ্ঠির মাঝে এইচ আইভি প্রতিরোধে আমাদের করনীয় কি, সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানগুলোর ভূমিকা কি, সমাজের নেতৃস্থানীয়দের ভূমিকা কি তার উপর বিষদ আলোচনা হয়। এতে সকল অংশগ্রহনকারীরা খোলামেলাভাবে আলোচনা করেন।

পরবর্তীতে বিভাগীয় পরিচালক আবু সালেহ মোঃ ফোরকান উদ্দিন অংশগ্রহনকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বিশেষ অতিথি ডবলমুরিং থানার সাব ইনস্ফেক্টর সহিদুল এইচআইভি প্রতিরোধে তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে বক্তব্যে বলেন, আমাদের কাছে যে কেউ সমস্যাই পড়ে আসলে আমরা সেবা প্রদান করি, তবে ঝুকিপূর্ন জনগোষ্ঠী আসলে তাদেরও সমানভাবে সেবা প্রদান করে থাকি তবে এখন থেকে বিশেষভাবে সেবা দেওয়ার চেষ্টা করবেন বলে জানান ডবলমুরিং থানা। তিনি আরো বলেন, বিশেষ করে এইচআইভি প্রতিরোধে ঢাকা আহছানিয়া মিশনের ভূমিকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে পাশাপাশি আমাদেরও সচেতন হতে হবে বলে উল্লেখ করেন।

সভা শেষে সভাপতি বেগম শাহনেওয়াজ তার সমাপনী বক্তব্যে বলেন, এইচ আইভি প্রতিরোধে আমদের সকলের দায়িত্ব সচেতন হওয়া এবং সকলকে সচেতন করা, বিশেষ করে ঝুকিপূর্ন জনগোষ্ঠীর প্রতি বিশেষ নজর দিতে হবে, পরবর্তীতে পরিবার পরিকল্পনা অফিস যেসব সেবা প্রদান করেন তা তুলে ধরেন এবং তার অফিসে এইচ আইভি ও এইডস বিষয়ক সচেতনতামূলক সভার আয়োজন করা জন্য ঢাকা আহছানিয়া মিশনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।