খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল এলাকা থেকে র ্যাবের আভিযানিক চৌকস টিমের অভিযানে মৃত বাবু গাজীর পুত্র সলেমান গাজী (৫২) গ্রেফতার হয়েছে। দিঘলিয়া থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে র ্যাবের আভিযানিক চৌকস টিমের অভিযানে তাকে দক্ষিণ চন্দনীমহল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সলেমান গাজী বিএনপি নেতা আনোয়ার হোসেন বাবুর দায়ের করা মামলার এজাহারকৃত ৪৮ নং আসামী। তাকে গ্রেফতারের পর বিকাল সাড়ে ৪ টার দিকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, খুলনা জেলার ফুলতলা উপজেলার নেতা-কর্মীরা গত ২২ অক্টোবর ২০২২ তারিখে সকাল সাড়ে ৯ টায় শিকিরহাট ফেরীঘাট থেকে ট্রলারযোগে নদী পথে খুলনা বিএনপির মহাসমাবেশে যাচ্ছিলেন। ট্রলারগুলো দিঘলিয়ার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল কাটাবন নামক এলাকায় পৌঁছালে আওয়ামীলীগের প্রভাবশালী নেতাদের নির্দেশনায় স্থানীয় নেতা-কর্মীরা তাদের উপর অতর্কিত হামলা করে। এ সময় ট্রলারে থাকা নেতা-কর্মীদের বেধড়ক মারপিট করে। অনেক নেতা-কর্মীদের আহত করা হয় এবং অনেকে নদীর ভেতর পানিতে পড়ে যায়। রান্না করা ডেক ভর্তি খাবার ও ডেকটরের মালামাল নদীর মধ্যে ফেলে দেয়। অনেকের মোবাইল ও টাকাকড়ি ছিনিয়ে নেয়। আহত একজন কর্মী পরবর্তীতে মারাও যায়।
এতবড় ক্ষয়ক্ষতির পরও সেদিন কোনো থানায় মামলা পর্যন্ত করতে পারেনি। উক্ত ঘটনায় আনোয়ার হোসেন বাবু বাদী হয়ে গত ০৪/০৯/২০২৪ তারিখ দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ৩। উল্লেখ্য দিঘলিয়া থানায় বিএনপির নেতা-কর্মীদের দায়ের করা মামলায় দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মকবুল হোসেন, বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আঃ রউফসহ মাত্র ৬ জন আাসামী গ্রেফতার হয়েছে বলে জানা গেছে।