প্রবাদ আছে মৎস, পাথর, ধান সুনামগঞ্জের প্রাণ শস্য ভান্ডার হিসাবে খ্যাত সুনামগঞ্জের আত্রাইয়ে এবার আমন মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় ও সার ও বীজের সংকট না থাকায় উপজেলার প্রতিটি মাঠে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষক কৃষাণীর মুখে ফুটেছে হাসির ঝিলিক। প্রতিটি মাঠে মাঠে এখন কৃষকেরা রোপা আমন ধান কাটা-মাড়াইয়ের সময় হয়েছে।
হাওর ঘুরে দেখা যায়,ফসলের মাঠ জুড়ে দুলছে আধা-পাকা সোনালী ফসল। বাতাসে দুল খাচ্ছে সোনালী ধান, মৌ মৌ গন্ধও ছড়াচ্ছ। এর মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কিছু হাওরে ধান কাটাও শুরু হয়েছে।
জগন্নাথপুর উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, এবছর এ উপজেলায় ৯ হাজার ৬০৬ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। বিগত বছরের তুলনায় এ বছর সামান্য একটু বেশী। বিগত বছর চাষ হয়েছিল ৯ হাজার ৬০২ হেক্টর।আবাদ শুরুর দিকে হাওরে পানি থাকায় এবছর বেশী আবাদ করা সম্ভব হয় না। তবু্ও লক্ষমাত্রা ছাড়িয়ে গেছে। বিভিন্ন জাতের আমনের মধ্যে উপশি ৮ হাজার ৯০১ হেক্টর, অন্যান্য জাতের ৬৬৫ এবং হাইব্রিড ৪০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। ইতিমধ্যেই ধান কাটাও শুরু হয়ে যাবে। আগামী ২০-২৫ দিনের মধ্যে ধান কাটা শেষ হতে পারে। এদিকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৫২.৮ মেট্রিক টন।
কৃষক সুলতান মিয়া বলেন, রোপনের পর বৃষ্টি হওয়াতে স্যালো মেশিন দিয়ে পানি দিতে হয়নি। ব্যাপক বৃষ্টি হয়েছিল। ধান আবাদে তেমন কোন সমস্যা হয়নি। তাই ধানের ফলনও বাম্পার হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ জানান, লক্ষ্যমাত্রার চেয়ে এবছর দুই হেক্টর বেশী জমিতে চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় বাম্পার ফলন হয়েছে। এতে কৃষকরা লাভবান হবেন।