সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য অনিল চন্দ্র দাস এর বিরুদ্ধে মাটি ভরাট কাজের অনিয়মের অভিযোগ উঠেছে। ১৩ এপ্রিল ১নং ওয়ার্ডের ভুরাখালী গ্রাম বাসীর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করেন, অভিযোগকারীগন জগন্নাথপুর উপজেলার ৫নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভুরাখালী গ্রামের স্থায়ী বাসিন্দা ও প্রকৃত কৃষক । ভুরাখালী সুইচগেইট হইতে কাপনা বন্দের গাছ পর্যন্ত হাওরে টিআর প্রকল্পে মাটি ভরাট কাজের দায়িত্ব পান ১নং ওয়ার্ডের ইউপি সদস্য অনিল চন্দ্র দাস । উক্ত রাস্তাটি ৪ অংশের ১ অংশে মাটি ভরাট করে কাজ বন্ধ করে রাখেন ইউপি সদস্য অনিল চন্দ্র দাস । ইহাতে অত্র এলাকার কৃষকগণ বোরো মৌসুমের ধান হাওর থেকে বাড়ীতে আনতে মারাত্মক সমস্যার সম্মুখিন হচ্ছেন। তাই সরজমিন তদন্তপূর্বক অসমাপ্ত কাজ জরুরী ভিত্তিতে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।