ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় প্রথমবার চাষাবাদ হওয়া আমন ধানের নতুন জাত ব্রি ধান-১০৩ এর নমুনা শস্য কর্তন করা হয়েছে ।
সোমবার (১১ নভেম্বর) সকালে বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার প্রকল্পের আওতায় বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ শস্য কর্তন উদ্বোধন করেন বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল ।
এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লতিফুল হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাকেরিনা ইসলাম সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন । বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল জানান, এবারেই প্রথমবার আমন মৌসুমে পার্টনার প্রকল্পের আওতায় ২টি প্রদর্শনীতে ১২ বিঘা জমিতে আবাদ হয়েছে ব্রি ধান ১০৩। আমন মৌসুমে এ ধানটি বীজতলা থেকে ধান কেটে ফসল ঘরে তুলতে মাত্র ১২৮-১৩৩ দিন সময় লাগে ।
প্রতি বিঘায় ২৪-২৫ মণ ধান ফলন হয়েছে । যা অন্য আমন ধানের চেয়ে ৫-৭ মণ বেশি । আমরা আশা করছি আগামী মৌসুমে ব্রি ধান ১০৩ এর চাষাবাদ আরও বাড়বে । কৃষক রাজু ইসলাম জানান, ৬ বিঘা জমিতে ব্রি ধান ১০৩ চাষাবাদ করেছি । রোগ বালাই খুবই কম হওয়ার কারণে অতিরিক্ত স্প্রে লাগে না, তাই উৎপাদন খরচ কম । বিঘা প্রতি ২৫ মণ ধান ফলন হচ্ছে । অথচ অন্য সব ধরনের আমন ধান ১৮-২০ মণ প্রতি বিঘায় ফলন হচ্ছে ।
বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি অধিদপ্তর বলছে, দুটি প্রদর্শনীতে ১২ বিঘা জমিতে আবাদ এবং স্থানীয় শতাধিক কৃষককে প্রশিক্ষণ চলাকালে ব্রি ধান ১০৩ আবাদে বেশ আগ্রহ দেখা গেছে অন্যান্য কৃষকদের মাঝে । আগামীতে নতুন জাতের এই ধানটি আবাদের পরিধি ব্যাপক ভাবে বাড়বে বলে আশা করছেন তারা ।