০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথবাহিনীর নেতৃত্বে কুমিল্লা জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় ২৭ অক্টোবর ( রবিবার) আনুমানিক রাত ১ ঘটিকায় বিএ- ৯৫৭৭ মেজর বরকতুল্লাহ আহমেদ মাহমুদুর রহমান এবং বিএ-১১৫৭০ লেঃ মোঃ আল সোয়ানুর ইসলাম, ৩ ইবি এর নেতৃত্বে গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গ্রামঃ শাহপুর, পোস্টঃ মজিদপুর ইউনিয়ন, থানাঃ তিতাস, জেলাঃ কুমিল্লা এ মোঃ জসিম নামক একজন মানব পাচারকারী তার নিজ বাড়িতে অবস্থান করছেন। পরবর্তীতে যৌথ টহল দল কর্তৃক উক্ত ব্যক্তিকে আটক করা হয় এবং আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যক্তির প্রতিবেশী মোঃ বাবু এর নিকট অবৈধ অস্ত্র রয়েছে বলে জানা যায়।এমতাবস্থায় মোঃ বাবু এর বাড়িতে যৌথ টহল দল তল্লাশী অভিযান পরিচালনা করে দেশীয় তৈরী ১টি অবৈধ পিস্তল এবং ২ রাউন্ড ৭.৬২ মি:মি: বল এ্যামোনিশন উদ্ধার করতে সক্ষম হন। উল্লেখ্য, আটক মোঃ জসিম এর বিরুদ্ধে অপরাধমূলক কোন কিছু না পাওয়ায় তাকে যৌথ টহল দল কর্তৃক ছেড়ে দেওয়া হয়।
আরোও উল্লেখ্য যে, প্রতিবেশী মোঃ বাবু পলাতক থাকায় যৌথ টহল দল কর্তৃক তাকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ তিতাস থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।