পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বাগদহ পশ্চিমপাড়ায় চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয় । গত ১৫ অক্টোবর পঞ্চগড় বিজ্ঞ আমলী আদালত-২, দেবীপগঞ্জ পঞ্চগড়ে এ বিষয়ে ৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন , ঐ এলাকার জমি ও দোকান মালিক মো: কাইয়ুম উদ্দীন (৬০)। মামলার বিবরণে জানা যায়, মোঃ কাইয়ুম উদ্দিন বাদী, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার, নগরমাদেখা মৌজায়, জে,এল নং-৭৬, এস,এ খতিয়ান-২৫, ২৬, এ. এ দাগ নং-২৩৮, ৩৭০, ২৪০ যার আর. এস দাগ নং-৩৮৪, ৫৭২ এ মোট ৩৬ শতক জমি ক্রয় করে ভোগ দখলে আছেন ।
এ অবস্থায় উল্লেখিত জমিতে ২০০১ সাল থেকে মিল চাতাল ও ১৪টি দোকান ঘর নির্মাণ করে বিভিন্ন লোকের কাছে ভাড়া প্রদান করেন । এ অবস্থায় গত ৯ অক্টোবর উল্লেখিত জমির মধ্যকার কিছু অংশে বাদী কাইয়ুম উদ্দিন, পিলার বসানোর কাজ করছিলেন। এ অবস্থায় একদল দুবৃত্ত পিলারের নির্মাণে বাঁধা প্রদান করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামীগণ মারপিট করে বেশ কয়েকজনকে আহত করে ঘটনাস্থল হতে চলে যায়।
আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। মামলার আসামীরা হলেন— পার্শ্ববর্তী মুন্সিপাড়া মহল্লার মৃত রফিকুল ইসলামের ছেলে মো: রবি (৪৫), মাদেখা পাড়া গ্রামের মৃত তোজাম্মেল মেকারের ছেলে মো: রয়েল ইসলা (৪৫), মাদেখা জুংলীপাড়া গ্রামের মো: আ: মোতালেবের ছেলে মো: আ: রাজ্জাক (৪২), মৃত আলিম উদ্দিনের ছেলে মো: মুসলিম উদ্দীন ওরফে সোনা মিয়া (৬০), মো: গোফফারের ছেলে মো: জাহিদ হাসান (২৩), দিলাল পাড়ার মো: জয়নাল আবেদীন ওরফে ঘুটুর ছেলে মো: আকতারুল ইসলাম (২৬) ও মৃত তোজাম্মেল মেকারের ছেলে মো: সাবদারুল ইসলাম (৪৭) ।