বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ ময়মনসিংহ মহানগর ও সদর মাদ্রাসা শিক্ষক পরিষদ সম্মেলন ২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ অক্টোবর বেলা ১০ টায়ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা শিক্ষকপরিষদ সন্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শাহজাহান মাদানী।প্রধান আলোচক কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ ড.মাওলানা মুফতি আবু ইউসুফ খান।
সম্মেলন উদ্বোধন করেন মাদরাসা শিক্ষক পরিষদের ময়মনসিংহ মহানগর পরিষদ এর প্রধান উপদেষ্টা মাওলানা কামরুল আহসান।
সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর পরিষদের অধ্যক্ষ মাওলানা মোঃ ওসমান গনি।বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষক পরিষদ এর ময়মনসিংহ জেলার সভাপতি মাওলানা মোঃ শফিউল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা শিক্ষক পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক ড.মাওলানা সাইফুল ইসলাম রফিক, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ কামরুল হাসান মিলন,আদর্শ শিক্ষক ফেডারেশনের ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রফেসর ড.আবু জোফার মুহাম্মদ মোসলেম উদ্দীন।
অনুষ্ঠিত এ শিক্ষক সমাবেশে ময়মনসিংহ মহানগর ও সদরের বিভিন্ন মাদরাসার বিপুল সংখ্যক শিক্ষক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ ময়মনসিংহ মহানগর পরিষদের ২৭ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ মহানগর কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত এ কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ওসমান গনি ও ৬ জনকে সহ সভাপতি পদে মনোনীত করা হয়েছে। সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে মাওলানা মোঃ মাহফুজুর রহমান পাঠানকে।কমিটিতে সহ সাধারণ সম্পাদক পদে ৫ জনকে মনোনীত করা হয়েছে।