“যদি থাকি স্বাস্থ্য সচেতন, তবেই পাবো স্বাস্থ্য দেহ ও মন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জের ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির আয়োজনে আলোচনা সভা ও মাহানপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পিরিয়ডকালীন পরিচ্ছন্নতার বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে উন্নতমানের স্যানিটারি ন্যাপকিন বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
৭ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায়, বীরগঞ্জ সিডিপির এরিয়া ম্যানেজার তুষার লিউ ক্রুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মামুন হোসেন। তিনি বলেন দেশে এখন মাত্র এক তৃতীয়াংশ নারী পিরিয়ডকালীন সুরক্ষায় স্যানিটারি প্যাড ব্যবহার করে। বাকিরা অস্বাস্থ্যকর উপায় বেঝে নেওয়ায় বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। তাই বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। তাই এ বিষয়ে সচেতনতা তৈরি করা অত্যান্ত জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ্, সিডিপির হেলথ অফিসার শাহিদুজ্জামান, মাহানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব কর্মকার, বীরগঞ্জ সিডিসির সভাপতি প্রফুল্ল কর্মকার, সিডিপির প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম সহ আরো অনেকে।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিডিপির গ্রুপ লিডার গীতিকা রানী ও জ্যোতি রায়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।