বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ৪হাজার ১৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদরে মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভম্বের) উপজলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ উদ্বোধন করনে।
এ সময় উপস্থিত ছিলেন, কৃষিবীদ মোঃ জাফর ইকবাল জেলা প্রশিক্ষক কর্মকর্তা, মোঃ শরিফুল ইসলাম কৃষি কর্মকর্তা, উপজেলার সকল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থতি ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষকদের মাঝে স্বাগত বক্তবে বলেন, ২০২৪-২৫ অর্থবছরে সরকারী প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে উপজেলার ৪ হাজার ১৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরে মধ্যে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হবে। এদের মধ্যে ২ হাজার ৩ শত জন সরিষা, ৩শত ৫০ জনের মাঝে গম, ১ হাজার ৪শত ৫০ জন ভুট্টা, শীতকালিন পেঁয়াজ ৩০ জন, সূর্য-মুখি ৪০ জন এবং অড়-হড় ১০ জন কৃষকের মধ্যে এসব বিতরণ করা হয়। বিনামূল্যে এ সব বীজ ও সার পাওয়ায় কৃষকরা বেশ উপকৃত হয়েছেন। উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের কৃষক মকছেদ আলী জানান, ধান কাটার পরে ১ থেকে ২ই দিনের মধ্যেই জমিতে সরিষা বপন করা যায়। সরিষায় খরচ খুবই কম আর সময়ও কম লাগে।
সরকারি সার ও বীজ পাওয়ায় আমাদের উপজেলায় সরিষা চাষ বেশ ভালো হচ্ছে। বর্তমান সরকারের উপদেষ্টা আমাদের মতো সাধারণ কৃষকদের জন্য সদয় হয়েছে আমরা খুবই খুশি হয়েছি। আগামীতে এ সব ফসলের আবাদ আরও বাড়বে।