আজ ৭ নভেম্ববর '২৪ রোজ বৃহস্পতিবার মাদ্রাসা হল রুমে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী'র আলিম বিভাগ শিক্ষার্থীদের "দরসে তাসাউফ" দরস অনুষ্ঠান অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল কাছেম'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলিম ২য় বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ আব্দুল্লাহ আল আশরাফের সঞ্চালনায় কুরআন তিলাওয়াত করেন ১ম বর্ষের শিক্ষার্থী ইশরাত জাহান নুপুর, নাতে রাসুল (দঃ) পরিবেশন করেন ২য় বর্ষের শিক্ষার্থী শরিয়ত উল্লাহ ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন আরমান উদ্দিন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মুঈউদ্দিন। তাসাউফের গুরুত্বসহ বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ রফিক উদ্দিন, আরবি প্রভাষক মাওলানা মুজিবুল হক , আরবি প্রভাষক মাওলানা তাকরিম উদ্দিন। উপস্থিত ছিলেন ইংরেজি প্রভাষক হেলাল উদ্দিন ও বাংলা প্রভাষক রাশেদুল করিম।
পরিশেষে মিলাদ-কিয়াম করেন ১ম বর্ষের শাহিনুর ইসলাম সানি। মাওলানা রফিক উদ্দিনের মুনাজাতের মাধ্যমে দরস সমাপ্তি হয়।