মোরেলগঞ্জে জেলা বিএনপি নেতা বাগেরহাট-৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপনের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবের সামনে মিথ্যা তথ্য ও ভিত্তিহীন বক্তাব্যের প্রতিবাদে মানববন্ধন করার প্রতিবাদে ফুঁসে উঠেছে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ১৯শে অক্টোবর শনিবার বিকাল ৫ টায় মোরেলগঞ্জ উপজেলার আমতলা বাজারে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করে কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম-আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির সদস্য এ্যাড. ফারাহানা জাহান নিপা ও বন্ধুদলের কেন্দ্রীয় সভাপতি শরীফ মোস্তফা জামান লিটুকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন তৃণমূল নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় এ সময় বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক ফকির রাসেল আল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, বিএনপি নেতা আলমগীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আলী আজিম বাবুলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এদিকে উপজেলা বিএনপির ব্যানারে কাজী খায়রুজ্জামান শিপনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সন্ধ্যায় মোরেলগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও এক সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল ইসলাম বাবুল, সদস্য সচিব আব্দুর জব্বার মোল্লা, বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিন তালুকদার, পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. ফারুক হোসেন সামাদ, যুগ্ম-আহবায়ক মতিউর রহমান বাচ্চু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিলন, মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন নাহার, পৌর মহিলা দলের সভাপতি মাহমুদা খানম মুক্তা, শ্রমিক দল নেতা মাসুদ খান চুন্নুসহ বিএনপির ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।