বাগেরহাটের মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়ন ওয়ার্ড যুবলীগ নেতা মো. এমদাদুল হক মুন্সী (৫০) নামের এক জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায় বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে মোরেলগঞ্জ পৌর শহর এলাকা থেকে অভিযান চালিয়ে এমদাদুল হক মুন্সীকে গ্রেফতার করা হয়েছে। সে খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী গ্রামের মৌজাআলী মুন্সীর ছেলে। খাউলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করছে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে নদী থেকে বালু উত্তোলনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে স্থানীয়দের।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানা ওসি মো. রাজিব আল রশিদ জানান, ডেভিলহান্ট অভিযানের অংশ হিসেবে যুবলীগ নেতা এমদাদুল মুন্সীকে গ্রেফতার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।