সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও র্যালির আয়োজনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার, মো. কামরুজ্জামানের নেতৃত্বে র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের শহীদ শামসুদ্দিন স্মৃতি হলে আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেছুর রহমান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান।
আলোচনা সভায় প্রধান অতিথি মো. কামরুজ্জামান বলেন, আমাদের দেশের টেকসই উন্নয়নে সমবায়ের অবদান অনস্বীকার্য। সমবায়গুলোর সঠিক ব্যবস্থাপনা ও নেতৃত্বের মাধ্যমে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়া সম্ভব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল হালিম। অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস কর্মকর্তা ইসমাত জাহান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মোকলেসুর রহমান, মিল্ক ভিটার উপ-ব্যবস্থাপক (সমিতি) ডা. তরুণ তপন বিন্দ এবং বিশিষ্ট সমবায়ী এ কে এম শামীম আহমেদ।
দিবসটির র্যালি এবং আলোচনা সভায় স্থানীয় সমবায় সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।