শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন

শাহ রহমান সবুজ পল্লীতে বেতাগী আনজুমানে রহমানিয়ার মাদ্রাসা ও মসজিদ নির্মাণ শুরু

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি: / ৮ পড়া হয়েছে
আপডেট শনিবার, ২ নভেম্বর, ২০২৪

উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক পুরুষ বৃটিশ বিরোধী আন্দোলনের বীর সিপাহ সালার সৈয়দুল আযম আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) এর নামে উনার যোগ্যতম উত্তরসূরী পীরে তরিকত মাওলানা মুহাম্মদ জিল্লুর রহমান আলীশাহ (রহঃ) কর্তৃক প্রতিষ্টিত বেতাগী আনজুমানে রহমানিয়ার মাধ্যমে বেতাগী আন্দরঘোনা মৌজার আবাসন এলাকার নতুন নামকরণ “শাহ রহমান সবুজ পল্লী” ও পল্লীতে হযরত শাহ জিল্লুর রহমান (রহঃ) সুন্নী জামে মসজিদ ও হযরত হাফেজ শাহ বজলুর রহমান (রহঃ) সুন্নী নুরানী এবতেদায়ী মাদরাসার পাকা ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন ১ নভেম্বর, ২০২৪ শাহ রহমান সবুজ পল্লীতে অনুষ্টিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের শুভ উদ্ধোধন করেন বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি ও বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী)। নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে পবিত্র খতমে কোরআন শরীফ, খতমে গাউছিয়া শরীফ, খতমে খাজেগান শরীফ , কাছিদায়ে গাউছিয়া শরীফ ও মিলাদ কিয়াম আদায় করা হয় এবং নির্মাণ কাজের সুন্দর আঞ্জাম দেওয়ার জন্য দেশ জাতি ও মানবতার বৃহত্তম কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয় ।

 

এতে উপস্থিত ছিলেন যার বদান্যতায় মসজিদের ১ম তলা পাকা নির্মান করা হবে প্রকৌশলী এস এম শফিউল আজম, মাওলানা আহমদ করিম নঈমী ,মাওলানা আবদুস সালাম, মোহাম্মদ শাহজাহান খান, ডাঃ মোহাম্মদ ইউছুফ,মাওলানা মুহাম্মদ আবদুন নুর, মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ মমতাজুল হক, শাহজাদা মাহবুবুর রহমান ছফিউল্লাহ (মাওলানা), শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান পেটান শাহ, বেতাগী আনজুমানে রহমানিয়ার সহ সাধারণ সম্পাদ এডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বাবর, চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, মধ্য বেতাগী শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সাংগঠনিক সম্পাদত মোহাম্মদ এহছানুল করিম, সাবেক ইউপি সদস্য মো রফিক, মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ জসিম, মোহাম্মদ নেছার, প্রকৌশলী মোহাম্মদ মামুন, মোহাম্মদ গাজু, বখতিয়ার সওদাগর, হারুন কন্ট্রাকটর, বশির আহমদ, মোহাম্মদ রাসেল, মাওলানা শাহ আলম, মাওলানা আজিম উদ্দিন, মাওলানা আরিফুর রহমান, মাওলানা মোফাচ্ছল চৌধুরী, মাওলানা আজিম উদ্দিন, সাংবাদিক আরফাত হোসাইন, শাহজাদা বদরুর রহমান মহিউদ্দিন জিলি, শাহজাদা কামরুল আরশ মাহমুদুর রহমান জিলান,বোরহান উদ্দিনসহ এলাকাবাসী ।

 

মাদরাসার নতুন ভবণ নিমার্ণে সহযোগিতা করার জন্য পীরে তরিকত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান (মাঃজিঃ আলী) সবার সার্বিক সহযোগিতা কামনা করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

আজকের দিন-তারিখ

  • শুক্রবার
  • ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল)

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123
45678910
11121314151617
18192021222324
252627282930