চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত/তানভীর আহমেদ, এসআই/সুমন মিয়া, এসআই/কাজী মনিরুল করিম, এসআই/নুরুজ্জামান, এএসআই/সুজন কুমার দাশ সঙ্গীয় ফোর্স সহ ইং ২৫ এপ্রিল রাত ০৫:৩০ ঘটিকার সময় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া আসামী চান্দগাঁও থানার মামলা নং-২৯, তারিখ-২৪/০৪/২০২৫ইং, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) তৎসহ ১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩ পেনাল কোড-১৮৬০ মূলে আসামী ১। মোঃ সানি (২৮), পিতা-আনোয়ার হোসেন, মাতা-নুর জাহান বেগম, সাং-কমলগঞ্জ, গপ্পি বাড়ী, ৩নং ওয়ার্ড, রমাগঞ্জ ইউপি, থানা-লালমোহন, জেলা-ভোলা, বর্তমানে-সিএন্ডবি, টেকবাজার, বিল কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম ও তদন্ত প্রাপ্ত আসামী ২। মহিম উদ্দিন (২৮), পিতা-মফজল আহাম্মদ, মাতা-রোকেয়া বেগম, সাং-নাপিত পুকুরিয়া, মফজল আহাম্মদ এর বাড়ী, ৮নং ওয়ার্ড, থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-সিএন্ডবি, টেকবাজার, ইকবাল কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ শাহাদাত হোসেন (১৯), পিতা-মোঃ আরফান আলী, মাতা-মোছাঃ আয়ারজান বেগম, সাং-ঘোরামারা, গয়াগড়ি বাড়ী, ৫নং ওয়ার্ড, থানা-ডিমলা, জেলা-নীলফামারী, বর্তমানে-কালামিয়া বাজার, হাটখোলা, রমজান আলীর কলোনী, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, ৪। মোঃ জাহাঙ্গীর আলম (২৫), পিতা-গোলাম হোসেন, মাতা-রেজিয়া বেগম, সাং-পূর্ব টইটং, দধিহাঁড়া, মঞ্জুর আলম এর বাড়ী, থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার, বর্তমানে-মোহরা, এ এলখান স্কুল সংলগ্ন পাঁচতলা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম (ভাসমান), ৫। আব্দুর রহমান (২৫), পিতা-নুর মোহাম্মদ, মাতা-রশিদা বেগম, সাং-গোয়াছি বাগান, লেদা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, বর্তমানে-মোহরা, এএলখান স্কুল সংলগ্ন পাঁচতলা, বেলাল কোম্পানীর গ্যারেজ, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম (ভাসমান) দেরকে গ্রেফতার করা হয়।