কুষ্টিয়ার ভেড়ামারায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মূল মালিকের নিকট ফিরিয়ে দিয়েছেন ভেড়ামারা থানার চৌকিষ অফিসার ইনচার্জ শেখ শহীদুল ইসলাম। গত শনিবার রাতে ভেড়ামারা থানা থেকে মোবাইলের মূল মালিক আব্দুল মালেকের হাতে মোবাইল টি তুলে দেওয়া হয়। এ ঘটনায় পুলিশের ভুয়সী প্রশংসা করেছেন ভেড়ামারাবাসী।
গত বছর ১৪ অক্টোবর ভেড়ামারা থেকেই মোবাইল টি হারিয়ে যায়। এ বিষয়ে ভেড়ামারা থানায় সাধারন ডায়েরী করেছিলেন মোবাইলের মূল মালিক জুনিয়াদহ ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রামের খালেক কবিরাজের পুত্র আব্দুল মালেক। যার জিডি নং ৬৫১ তারিখঃ ১৪/১০/২০২৪। পরে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তা নিয়ে ভেড়ামারা থানা পুলিশ কাজ শুরু করে। নিরলস পরিশ্রমের ফসল হিসাবে সূদুর চট্রগ্রামের চাঁদপুর এলাকার কাজী রফিকুল আলমের কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। ভেড়ামারা থানার চৌকিস অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলামের নেতৃত্বে এএসআই আল আমীন ট্র্যাকিং সহ মোবাইল উদ্ধারে নানা গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন।