আওয়ামী লীগ নেতারা চরাঞ্চলে কোন্দল ও মারামারির নেপথ্যে ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। শনিবার (২ নভেম্বর) বিকালে নরসিংদীর রায়পুরা উপজেলার চরআড়ালিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, ‘আওয়ামীলীগের নেতারা ওইরকমই হয়, চরাঞ্চলে এলাকায় এলাকায় কোন্দল ও মারামারি লাগিয়ে দেয়। আমরা সেই নেতা না। আমরা সেই নেতৃত্ব কখনো পাইনি। আমরা মনে করি প্রত্যেকটি চরাঞ্চলে শান্তি বিরাজ করবে, আইনের শাসন থাকবে। সবাই স্বাধীনভাবে বিএনপি এবং সাধারণ মানুষকে নিয়ে একসাথে মিলেমিশে চলবেন। কোথাও কোনো ঝগড়াতে জড়াবেন না’।
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা হত্যা, গুম, খুন, নিপীড়ন-নির্যাতন করেছে। তার পরিবারের ৫৬ জনকে এমপি বানিয়েছে। ব্যাংকের টাকা লুট করেছে। কোটি কোটি টাকা আত্মসাৎ ও পাচার করেও সে বাংলাদেশে থাকতে পারেনি। কাজেই অতিরিক্ত টাকা চুরি করে কামাই করলেও সে টাকার কোনো মূল্য নাই। কাজেই সবাইকে সৎভাবে চলতে হবে’।
চর আড়ালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী আজহারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।