শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় ম্যারাথনে অংশ নিলেন দেশ-বিদেশের ৭০০ দৌড়বিদ যেসব লক্ষণে বুঝবেন লিভার ঠিকমতো কাজ করছে কি না যশোর কোতোয়ালী থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা প্রয়োজনে আমি প্রিয়জন জগন্নাথপুরে চাঁদা না পেয়ে প্রবাসীর ভূমি দখলের হুমকি, ভাংচুর করে ৯ লক্ষ টাকার ক্ষতি, মামলা দায়ের ময়মনসিংহেতিন দিন মেয়াদী ‘মানবাধিকার, জেন্ডার সচেতনতা ও সামাজিক দ্বায়িত্ব বিষয়ক কোর্স’ এর সমাপনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মহাসড়কে জ্যাম সৃষ্টির কারণ ময়মনসিংহ জেলা ও মহানগর জাকের পার্টির উদ্যোগে কেন্দ্রীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত শরণখোলায় বিএনপি.র র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় জগন্নাথপুরে কিশোর রায়হান মিয়া নিহত

৫ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সুন্দরবন-২৪ ডেস্ক / ২৭ পড়া হয়েছে
আপডেট শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এসব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ শনিবার, ০৫ অক্টোবর ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলি:

১৭৮৯ – ফরাসি বিপ্লবের সূচনা হয়। ১৭৯৬ – ব্রিটেনের বিরুদ্ধে স্পেনের যুদ্ধ ঘোষণা হয়। ১৮৬৪ – ঘূণিঝড়ে কলকাতাও সংলগ্ন অঞ্চলে ১৭ হাজার লোকের মৃত্যু হয়। ১৯১০ – তুরস্কের শাসন থেকে বুলগেরিয়ার স্বাধীনতা ঘোষনা করা হয় এবং প্রথম ফার্দিনান্দ জার নির্বাচিত হন। ১৯১১ – পর্তুগালের রাজা মনোয়েল ক্ষমতাচ্যুত হয়ে পলায়ন করে। ১৯১০ – তুরস্কের শাসন থেকে বুলগেরিয়ার স্বাধীনতা ঘোষণা করে। ১৯১৪ – জার্মান ও ফরাসি বিমানের আক্রমণের মধ্য দিয়ে প্রথম আকাশযুদ্ধ শুরু হয়। ১৯৭৫ – প্রেসিডেন্টের এক অধ্যাদেশ বলে রক্ষীবাহিনীর সকল সদস্য বাংলাদেশ সোনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়। ১৯৮৯ – কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি ফতিমা বিবি ভারত সুপ্রিমকোর্টের প্রথম মহিলা বিচারপতি মনোনীত হন। ১৯৯০ – একীভূত জার্মানির প্রথম সংসদ অধিবেশন হয়। ২০০২ – ডেটন শান্তিচুক্তির পর নিজস্ব তত্ত্বাবধানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৮০৮ – ভিলহেল্ম ভাইৎলিং, তিনি ছিলেন জার্মান কারুশিল্পী এবং উনিশ শতকের বিপ্লবী।

জন্ম:

১৮২৯ – চেস্টার এ. আর্থার, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২১তম রাষ্ট্রপতি। ১৮২৯ – চেস্টার এ. আর্থার, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২১তম রাষ্ট্রপতি। ১৮৬৪ – লুই লুমিয়ের, তিনি ছিলেন ফরাসি পরিচালক ও প্রযোজক। ১৮৭৯ – ফ্রান্সিস পেটন রউস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রোগবিদ্যাবিদ। ১৮৮৭ – মার্টিন লুথার কিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বিচারক। ১৯০২ – ল্যারি ফাইন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক। ১৯৩০ – রেইনহার্ড সেল্টেন, তিনি নোবেল পুরস্কার বিজয়ী জার্মান অর্থনীতিবিদ। ১৯৩৬ – ভায়কল্যাভ হ্যাভেল, তিনি চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি, প্রখ্যাত রাজনীতিবিদ, নাট্য নির্মাতা ও কবি। ১৯৪০ – বব কাউপার, তিনি ছিলেন সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার। ১৯৪৯ – পিটার এক্‌রয়েড, তিনি যুক্তরাজ্যের একজন ঔপন্যাসিক, কবি ও জীবনীকার। ১৯৬৭ – গায় পিয়ার্স, তিনি ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান অভিনেতা ও গায়ক। ১৯৭৫ – কেট এলিজাবেথ উইন্সলেট, তিনি ইংরেজ অভিনেত্রী ও গায়িকা। ১৯৮৩ – মাশরাফি বিন মর্তুজা, তিনি বাংলাদেশি ক্রিকেটার। ১৯৮৭ – নাজমুল হোসেন, তিনি বাংলাদেশি ক্রিকেটার।

মৃত্যু:

১৫৬৫ – লডভিক ফেরারি, তিনি ছিলেন ইতালীয় গণিতবিদ ও অধ্যাপক। ১৮০৫ সাল ব্রিটিশ ভারতের গভর্নর লর্ড কর্নওয়ালিস। ১৯১৮ – রলান্ড গারস, তিনি ছিলেন ফরাসি সৈনিক ও পাইলট। ১৯৭৪ – আবুল হাশিম, তিনি ছিলেন ভারত উপমহাদেশের প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ। ১৯৭৬ – লার্স অনসেজার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান আমেরিকান রসায়নবিদ ও পদার্থবিদ। ১৯৮৪ – মুজিবুর রহমান খাঁ, তিনি ছিলেন সাংবাদিক-সাহিত্যিক। ১৯৮৫ সালে এই দিনে মৃত্যুবরণ আবদুস সাত্তার, তিনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। ২০০৪ – মরিস হিউ ফ্রেডরিক উইলকিন্স, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী নিউজিল্যান্ড ইংরেজ পদার্থবিজ্ঞানী ও জীববিজ্ঞানী। ২০১০ – মেরি লেওনা জামিন, তিনি ছিলেন আমেরিকান মডেল ও অভিনেত্রী। ২০১১ – স্টিভ জবস, তিনি ছিলেন অ্যাপল ইন করপোরেশনের স্থাপক ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

আজকের দিন-তারিখ

  • শুক্রবার
  • ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল)

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123
45678910
11121314151617
18192021222324
252627282930