ঐতিহাসিক ৭ মার্চ এবং ৪ নভেম্বর সাংবিধানিক দিবস অস্বীকার করা মুক্তিযুদ্ধ, ইতিহাস ও ঐতিহ্যের পরিপন্থী বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল ১৭ অক্টোবর বৃহস্পতিবার সিপিবি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এ মন্তব্য করেন।
বিবৃতিতে তারা বলেন, ‘আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম, সম্প্রতি অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে অনেক সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও মতামত ছাড়া গ্রহণ করছেন এবং অনেকে মুক্তিযুদ্ধ ও অন্যান্য বিষয়ে বিতর্কিত বক্তব্য দিচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য ও মেনে নেওয়ার মতো নয়।’
বিবৃতিতে তারা অন্তবর্তীকালীন সরকারকে তার কাজের পরিধি সুনির্দিষ্ট করে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। বিচার বিভাগসহ সর্বত্র গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, ‘কোনো ‘‘মব’’ এর কাছে আত্মসমর্পণ করে যেকোনো সিদ্ধান্ত নেওয়া অগ্রহণযোগ্য।’