ট্রাফিক সপ্তাহ উদযাপন উপলক্ষে রবিবার (৩ নভেম্বর ২০২৪ইং) সকালে খুলনা শিববাড়ি মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি খুলনা রেল ষ্টেশন হয়ে ফেরীঘাট মোড় গিয়ে শেষ হয়।
নিরাপদ সড়ক নাগরিক অধিকার, বাস্তবায়নে প্রয়োজন সকলের অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনায় ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে।
এতে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, নিরাপদ সড়ক চাই এর সদস্যরা,পরিবহন মালিক শ্রমিক ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার বলেন, অসচেতনতার কারণে আমাদের দূর্ঘটনাগুলো ঘটে।এ দূর্ঘটনাগুলো কমিয়ে আনার জন্য আমাদের সতর্কতা, সচেতনতা ও জ্ঞান জরুরী। প্রতিটি নাগরিক সচেতন, সু-নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। পুলিশ, গাড়ির মালিক, শ্রমিক, সড়ক বিভাগ ও পথচারী সবাই মিলে দেশের সড়ক পথ নিরাপদ করতে হবে।
শোভাযাত্রায় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এ্যান্ড পটোকল) মোছা. তাসলিমা খাতুন, উপ-কমিশনার রাশিদা বেগম, উপ-কমিশনার (সিটিএসবি) এমএম শাকিলুজ্জামান, উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম-সহ পুলিশ বিভাগের কর্মকর্তা, বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় শিক্ষার্থী, স্কাউট সদস্য, এনজিও প্রতিনিধি, সাধারণ শিক্ষার্থী, নিরাপদ সড়ক চাইর সদস্য, পরিবহন মালিক-শ্রমিক সংগঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।