খুলনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ভৈরবীর আয়োজনে আজ ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হলো ‘প্রিয়া ক্যাফে সিজন-২’। এ বছরের আসরের প্রতিপাদ্য ছিল ‘সত্য সুরের সংশপ্তক’।
বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল গানে ও সুরে ভরপুর এক সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানের সূচনা লগ্নে ক্যাফেটেরিয়ায় আসেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক প্রধান ডক্টর রেজাউল করিম। তার সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির মূল পর্ব শুরু হয়।
ভৈরবীর সাথে সুরের মেলবন্ধনে অংশ নেয় জনপ্রিয় ব্যান্ড সহজিয়া। ব্যান্ডটির গিটারিস্ট সজীব হায়দার এবং ভোকালিস্ট রাজীব আহমেদ রাজু তাঁদের পরিবেশনায় মাতিয়ে তোলেন উপস্থিত দর্শক-শ্রোতাদের। ‘ছোট পাখি ছোট পাখি সর্বনাশ হয়ে গেছে’, ‘চলো যাই চাঁদে’সহ জনপ্রিয় গানের সুরে মুগ্ধ দর্শকরা এক অনন্য সংগীত সন্ধ্যার সাক্ষী হন। শরতের শুভ্র মেঘ আর সুরের মূর্ছনায় তৈরি হয় এক স্মৃতিময় পরিবেশ, যেখানে আলো আর সুরের মিশেলে মুগ্ধ ছিলেন উপস্থিত সবাই।
এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ঋতুরাণী শরৎকে বরণ এবং জুলাই মাসের গণঅভ্যুত্থান ও সেই সকল বীর শহীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, যাদের আত্মত্যাগের বিনিময়ে এসেছে আজকের স্বাধীনতা ও গৌরবময় অর্জন।
ভৈরবীর সমন্বয় সচিব প্রাণ প্রতীম কুন্ডু বলেন, “প্রিয়া ক্যাফে” কেবল একটি সাংস্কৃতিক মিলনমঞ্চ নয়, এটি বাংলার অতীত ও বর্তমানকে একই সূত্রে গেঁথে রাখার একটি বিশেষ উদ্যোগ। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে, যেখানে সুরের সাথে বাঙালি ঐতিহ্যের গৌরবময় অধ্যায়গুলো উদযাপিত হবে।