ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয় সম্মেলন কক্ষে রেঞ্জাধীন সকল জেলা ও বিভিন্ন পুলিশ ইউনিটের সাথে অক্টোবর/২০২৪ মাসের রেঞ্জ মনিটরিং সেলের সভা আজ ৫নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শরিফুর রহমান বিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্)
সভায় অতিরিক্ত ডিআইজি মহোদয় খুন, নারী নির্যাতনসহ অন্যান্য মামলায় জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করাসহ তদন্ত কার্যক্রম সঠিকভাবে নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ প্রদান করেন। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে বলেন।
সভায় রেঞ্জাধীন জেলা সমূহের সকল সার্কেল অফিসারগণ, সকল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও নির্দিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) অংশগ্রহণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহের পুলিশ সুপার (অপারেশনস্), মোঃ নুরে আলম বিপিএম; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজম্যান্ট), মোঃ ফয়েজ আহমেদ পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট),মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্), মোঃ মেজবাহ উদ্দিন সহ রেঞ্জ অফিসের অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।