ময়মনসিংহের ত্রিশালে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রায় ৩শ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে।
আজ ৮ নভেম্বর শুক্রবার সকালে ত্রিশাল বাজারে মৎস্য আড়তে বিক্রির সময় এ মাছ জব্দ করা হয়, ও একজনকে আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে মাছের মালিক আব্দুল মালেক মাছ রেখে পালিয়ে যায়।
ত্রিশাল উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস সূত্র জানায়, পিরানহা মাছ না চাষ করতে ও পিরানহার চাষ ও বিক্রি নিষিদ্ধের জন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকালে ত্রিশাল মৎস্য আড়তে অভিযান চালায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুম। এ সময় প্রায় ৩শ কেজি পিরানহা মাছসহ অটো চালক মামুন মিয়া (৩৫) কে আটক করেন। পরে তা উপজেলা পরিষদের সামনে এনে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি)মো: মাহবুবুর রহমানের উপস্থিতে মাটির নিচে পুতে ফেলা হয়। সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, আটক অটো চালক মামুন মিয়া (৩৫) কে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে মাছের মালিক আব্দুল মালেক মাছ রেখে পালিয়ে যায়।