গতকাল ২ নভেম্বর চট্টগ্রাম মুরাদপুরস্থ হোটেল জামানে খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতি লিমিটেডের (রেজি নং- খা/০৩/৮৫) প্রহসন ও নিয়মবহির্ভূত নির্বাচন বাতিল চেয়ে সংবাদ সম্মেলন করেন সমবায় সমিতির সদস্যবৃন্দ।
উপজেলা ও জেলা সমবায় অফিসার বরাবরে সাক্ষীর বক্তব্য, মাঠ পর্যায় সত্যতা, দাখিলকৃত নথি বিভ্রান্তিকর তথ্যাদি ও উপস্থাপন করতে অক্ষম বলে আদেশনামায় খারিজ করে দেয় । অত্র সমিতির প্রহসন নির্বাচন দেখিয়ে দখল ও লুট করার পাঁয়তারা চালাচ্ছে স্বার্থন্বেষী মহল।
সমিতির প্রতিষ্ঠালগ্ন থেকে এমন প্রহসন ও নিয়মবহির্ভূত নির্বাচন পূর্বে প্রতীয়মান হয়নি। মেহনতী শ্রমিকের স্বার্থ সংরক্ষণে এই অগণতান্ত্রিক আচরণ অপ্রত্যাশিত। মেহনতী শ্রমিক জনসাধারণের স্বার্থ-অধিকার রক্ষায় কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি সুবিচার ও নির্বাচন বাতিল পূর্বক পুনঃনির্বাচন দাবি করেন সদস্যবৃন্দ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির প্রতিষ্ঠাতা সদস্য, নির্বাচনে সভাপতি পদপ্রার্থী নুরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান, মোঃ আবুল, মোঃ হারুন, মোঃ মাহবুব আলম, মোঃ শহিদ, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ মোঃ পেয়ারু প্রমুখ।