খুলনা বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও চর্চা বিভাগের উদ্যোগে আন্তঃডিসিপ্লিন দাবা প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের ৩য় তলাস্থ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “শারীরিক শক্তি ও মানসিক চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশে লেখাপড়ার পাশাপাশি সবচেয়ে বেশি ভূমিকা রাখে খেলাধুলা। বিশ্ববিদ্যালয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ খেলাধুলায় অংশগ্রহণ। খেলাধুলায় জয়-পরাজয় থাকবে, তবুও অংশ নিতে হবে।”
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সংশ্লিষ্ট বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. মুজিবর রহমান এবং খুলনা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের সভাপতি ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের সদস্য মো. গালিব হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন।
এ প্রতিযোগিতায় ২৪টি ডিসিপ্লিনের মোট ১২০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করছেন। খেলা পরিচালনায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের জাতীয় দাবা বিচারক কাজী আব্দুল্লাহ শাকিল।