খুলনা নগরীর দৌলতপুরে শেখ আরিফুজ্জামান রূপম (৩৪) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। তিনি সাবেক শ্রম ও কর্মসংস্থামন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী বেগম মুন্নজান সুফিয়ানের ভাগ্নে।
আজ (সোমবার) ৪ অক্টোবর ২০২৪ইং সকাল সাড়ে ৯টার দিকে নগরীর দৌলতপুরের আঞ্জুমান (মসজিদ) রোডে যৌথ বাহিনীর অভিযান চলাকালে দৌড়ে পালাতে গিয়ে তিনি গণপিটুনির শিকার হন। নিহত রূপম আঞ্জুমান (মসজিদ) রোডের শেখ কামাল উদ্দিন বাচ্চুর ছেলে।আরিফুজ্জামান রুপমকে আটকের পর জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে যৌথ বাহিনী তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
অভিযানে রুপম ছাড়াও হাসিনা বেগম (৩৫) নামে আরেকজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৭ বোতল ফেনসিডিল ও ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া আটককৃত হাসিনা বেগমের ছেলে হাসানকে যৌথবাহিনী আটক করলেও তাকে ছেড়ে দেওয়া হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, দুই গ্রুপের সংঘর্ষের পর একজনের আহত হওয়ার খবর তিনি শুনেছেন। পরে তাকে যৌথ বাহিনীর সদস্যরা উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।