পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে পাচার হওয়া ১৭ টি কচ্ছপ উদ্ধার সহ একজনকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বদনাতলী লঞ্চ ঘাট থেকে আব্দুল্লাহ আস সাদিক বন্যপ্রাণী পরিদর্শক, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এর তথ্য ও সার্বিক তত্বাবধানে এবং উপকূলীয় বন বিভাগ পটুয়াখালীর গলাচিপা রেঞ্জ অফিসার জনাব মো: জাহাঙ্গীর হোসেনের সহযোগিতায় কচ্ছপগুলো আটক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাছিম রেজা। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া, দীর্ঘদিন ধরে আসামী সুকলাল বিশ্বাস (৩৫) এই কচ্ছপ পাচারের সাথে জড়িত। শুকলাল বিশ্বাস গলাচিপা উপজেলার ৩নং ওয়ার্ডের চরকাজল ইউনিয়নের বাসিন্দা। ২০১৮ সাল ও ২০২১ সালে বন্যপ্রাণী পাচারের অভিযোগে তাকে একাধিকবার আটক করা হয়েছিল।
এনিম্যাল লাভার্স অব পটুয়াখালী, স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন, উপজেলার বন বিভাগের স্টাফ, মিডিয়াকর্মী ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পরে কচ্ছপ বিভিন্ন ডোবা, পুকুর খালে অবমুক্ত করা হয়েছে।