যশোরে যৌথ বাহিনীর অভিযানে একনলা বন্দুক, চাইনিজ কুড়াল ও রামদাসহ বিপুল পরিমান দেশি অস্ত্রসহ দুই যুবক আটক হয়েছে।
শুক্রবার রাত ১০টা থেকে দেড় ঘন্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণে অভিযান শুরু করেছে যৌথবাহিনী। এ অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত যৌথবাহিনীর সদস্যরা শহরের মোল্লাপাড়া এলাকায় অভিযান চালায়।
এসময় তারা সন্ত্রাসী, চাঁদাবাজ ও কিশোর গ্যাং নেতা শরিফুল ইসলাম জিতুর (৩০) ডেরায় তল্লাশি চালায়। এখান থেকে তারা কিশোর গ্যাং নেতা সিরাজুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম জিতু ও তার ভাই সেতুকে আটক করে। এরপর যৌথবাহিনীর সদস্যরা তাদের স্বীকারোক্তি অনুযায়ী ওই ডেরা থেকে একটি একনলা বন্দুক, চাইনিজ কুড়াল, দুটি রামদা, দুটি সেভেন গিয়ার চাকু, হাতুড়ি ও বন্দুক তৈরির ভারতীয় যন্ত্রাংশ উদ্ধার করে। আটক দু’জনকে উদ্ধারকৃত অস্ত্রসহ মামলা দিয়ে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।