অছিয়ে গাউছুল আজম হযরত সৈয়দ দেলাওর হোসাইন মাইজভান্ডারী (ক.) কেবলা কাবার বড় দৌহিত্র, প্রথমা শাহাজাদী সৈয়দা মোবাশ্বেরা বেগম (রা.) এর জ্যৈষ্ঠ পুত্র ও বিশ্বঅলি শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) কেবলা কাবার ভাগিনা, আওয়াদে রাসূল (দ.), আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.) হাজত রাওয়া, মুস্কিল কোশা, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, শাহানশাহ হযরত শাহ্সুফি সৈয়দ মোহাম্মদ শাহজাহান চৌধুরী মাইজভাণ্ডারী (ক.) এর পবিত্র খোশরোজ শরীফ (প্রধান দিবস) ১৪ই মাঘ ২৮ জানুয়ারি ২০২৫খ্রি. ফটিকছড়ি লেলাংস্থ সন্যাসিরহাটের পশ্চিম পার্শ্বে রওজা শরীফে অনুষ্ঠিত হবে। উক্ত খোশরোজ শরীফের প্রস্তুতি সভা গতকাল ৩ নভেম্বর অনুষ্ঠিত হয়। মহতি এ সভায় সভাপতিত্ব করেন গাউসিয়া শাহাজাহান মঞ্জিলের বড় শাহজাদা হযরত সৈয়দ এস্কান্দার মির্জা চৌধুরী মুকুট মাইজভান্ডারি (মা.জি.আ.)।
এতে উপস্থিত ছিলেন ছোট শাহজাদা হযরত সৈয়দ মোহাম্মদ সেকান্দর মির্জা চৌধুরী মহান মাইজভান্ডারি (মাঃ জিঃ আঃ)।
সভায় দেশের প্রত্যান্ত অঞ্চল থেকে শাখা কমিটি, ইউনিট কমিটি, নগর আহ্বায়ক কমিটি, মাজার পরিচালনা কমিটির সকল কর্মকর্তার উপস্থিতির মাধ্যমে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।